সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। দ্বিতীয় দফা লকডাউনের দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) সকাল থেকেই হাট বাজারে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আদায় করা হয়েছে জরিমানা। জানা গেছে, শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১১টি মামলায় ৪ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান। এসময় কাঁচাবাজার, ফলের দোকানসহ ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয়। ফার্মেসী ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে ওষুধ ক্রয়-বিক্রয়ের পরামর্শ দেয়া হয়েছে। অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ছাতকে লকডাউন কার্যকরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর
ক্রাইম নিউজ ঢাকা
July, 25, 2021, 9:17 am
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
50 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।