টেকনাফ প্রতিনিধিঃসেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর টেকনাফ উপজেলা শাখার সভাপতি. সাবেক পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ১) সাবেক সাংসদ মরহুম হাজী আব্দুল গনি এর পুত্র সাইফুদ্দিন খালেক এর উদ্যেগে টেকনাফে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পাঁচ শত পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে টেকনাফ পৌর সভার আদর্শ কমপ্লেক্স মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক মুক্তি যোদ্ধা পরিবারে সন্তান মোজাম্মেল হক,আওয়ামী ও পৌর সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর তোফায়েল আহমেদ, মোহাম্মদ আজাদ, সাইফুল ও টেকনাফ পৌর যুবলীগ, ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাইফুল খালেক বলেন, সারা দেশে মহামারী করোনা ভাইরাস চলছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তা নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের পারে দাড়িয়ে । তার ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫’শ পরিবারকে উপহার হাতে তুলে দিয়েছি ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
টেকনাফ সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ চাউল বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
July, 18, 2021, 6:11 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, স্বাস্থ্য |
219 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।