,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

ছাতকে লটারির কথা বলে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)থেকেঃ ছাতকে লটারি লেগেছে প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা। ১৭ জুলাই শনিবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্টে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী যুবক স্থানীয় গোবিন্দনগর গ্রামের মৃত এস, এ গোলাম মোস্তফা’র পুত্র ফয়জ্জুল্লাহ ( ২১) জানায় তার ব্যবহিত ০১৬০৮৩১১৯৮৫ নাম্বারে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৬০৮৫৫৫৩৫৩ নাম্বার থেকে ফোন দিয়ে এয়ারটেল অফিসের ম্যানেজার পরিচয়ে ৫ লক্ষ টাকার লটারি লেগেছে বলে জানায় এই টাকা গুলো পেতে ঘন্টার মধ্যে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা পাঠানোর কথা বলে। টাকা পাঠানোর সাথে সাথে তাকে তার ব্যক্তিগত একাউন্টে জমা দেওয়া হবে বলে জানায় প্রতারক। টাকার লোভে পরে সে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্টে গোলচত্বর পাশে মখবুল টেলিকমে গিয়ে প্রতারকের দেওয়া নাম্বারে টাকা পাঠাতে বলে। তার কথা অনুযায়ী ব্যবসায়ী মখবুল হোসেন প্রতারণায় শিকার ফয়জ্জুল্লহ’র দেয়া ০১৯১৭৪১১৯৬৮ – ০১৯১৭৪১২৭৭৫ নাম্বারে মখবুল টেলিকমে থেকে বিকাশ এজেন্ট ও পার্সোনাল বিভিন্ন নাম্বার থেকে ৫৬,৫০০ টাকা এবং নগদ এজেন্ট পার্সোনাল নাম্বার থেকে ০১৬০৮৫৫৫৩৫৩ নাম্বার ও ০১৬৮৫৫৫৩৫১ নাম্বারে ৪৯,০০০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর সাথে সাথে ব্যবসায়ী মখবুল হোসেন ফয়জুল্লাহ কে তার টাকা দিতে বলে তখন সে টাকা দিতে পারে না মূলত তার কাছে নগদ টাকা নেই। বিষয় টি মখবুল হোসেন তার আত্বীয় স্বজন কে অবগত করেন। ফয়জ্জুল্লার আত্বীয় লায়েক মিয়া তার দোকানে এসে তিনি টাকার জামিন হয়ে কাজী টেলিকমের ব্যবসায়ী নজরুল ইসলাম, স্থানীয় লিয়ন মিয়া, এনাম আহমদ, ফয়েজ আহমদ, সুজেল, সুজন তালুকদারসহ উপস্থিতি জনের সামনে নগদ ২০ হাজার টাকা পরিশোধ করে বাকী টাকা পরিশোধ করা হবে বলে ব্যবসায়ী মখবুল হোসেন কে শান্তনা দেন।ঐদিন রাতেই প্রতারনায় শিকার হওয়া ফয়েজ্জুল্লাহ’র বড় ভাই মোঃ ইমাদ উল্লাহ ছাতক থানায় হাজির হয়ে উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অজ্ঞাতনামা ব্যক্তির নাম্বার সহকারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ