সেলিম মাহবুব,ছাতকঃ সিলেট সিটি কর্পোরেশনের পীর মহল্লায় মরহুম আলহাজ্ব আব্দুল আহাদ এতিমখানায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে এতিম বাচ্চাদের খোঁজ খবর নেন ও তাদের সাথে সময় কাটান এবং তাদের প্রত্যক এতিম বাচ্চাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেন আমি যেকোন সময় সুযোগ পেলে, যে কোন এতিম খানায় গিয়ে বাচ্চাদের খোঁজ খবর নেই এবং তাদের জন্য আমি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সবসময় সর্বাত্মক সহযোগীতা করে আসছেন, তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে এতিমখানা কতৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করেন। ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া এতিম বাচ্চাদের খোঁজ খবর নেন মেয়র আবুল কালাম চৌধুরী।
সিলেটে এতিম বাচ্চাদের সাথে সময় দেন ছাতক পৌর মেয়র
ক্রাইম নিউজ ঢাকা
July, 17, 2021, 5:34 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
150 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।