ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসাকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ১৭ জুলাই চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ বি পিএম বারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন,এসআই মোঃ নুরুল ইসলাম, এসআই মোঃ জামাল হোসেন, এসআই মোঃ মহসিন কবির ও এএসআই সিকদার হাসিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসময় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন সুধীরপুর ০৩নং ওয়ার্ড বয়াতির বাড়ীর মৃত জয়নাল আবেদীন ছেলে মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলাল(৪০)কে ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। ফরিদগঞ্জ থানা এসআই মোঃ নূরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আদলেতে প্রেরন করা হবে।
৮ হাজার পিস ইয়াবাসহ ফরিদগঞ্জে এক মাদক ব্যাবসায়ী আটক
ক্রাইম নিউজ ঢাকা
July, 17, 2021, 5:16 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
199 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।