মোঃ নাহিদ হাসান,নিয়ামতপুরঃমাক্স পরিধান করুন। নিজেকে এবং অপরকে নিরাপদে রাখুন। এই স্লোগানকে সামনে রেখে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউপির ছাতড়া বাজারের সমাজ কল্যাণ পরিষদে আজ শুক্রবার বিকেলে ছাতড়া বাজারে গণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন পরিষদের সদস্যরা। তারের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান এম, আর, জেড বাবু, আহ্বায়ক কমিটির আব্হায়ক মো কামরুজ্জামান, আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়করা এবং উপ কমিটির সদস্যরা। এই সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রোকনুজ্জামান বাবু তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি-কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই এ ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি দেবেন না। ব্যবহৃত টিস্যু বা রুমাল যথাযথ জায়গায় ফেলতে হবে। বারবার সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে, যেমন সিঁড়ির রেলিং, দরজার নব, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিকশার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। মাছ-মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সর্বোপরি নিয়ামতপুর সহ সারা দেশে করণা সংক্রমণ এর ঊর্ধ্বগতি চলতেছে । সামনে চলে এসেছে পবিত্র ঈদুল আযহা। সেজন্য লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। এইজন্যই বাজারে, মার্কেটে, জনসমাগম বেড়েছে । সেই জন্যই সবাইকে সচেতনতার জন্য ব্যক্তিগত উদ্যোগে ছাতড়া সমাজ কল্যাণ পরিষদ এর সদস্যরা আজকে প্রায় ৪০০ মাক্স বিতরণ করেন জনগণের মাঝে। ভয় নয় করোনাকে জয় করতেই হবে তার এ লক্ষ্যে সবাইকে সচেতন এবং সরকারি বিধি নিষেধ মানার জন্য পরিষদের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
নিয়ামতপুরে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জনগণের মাঝে মাক্স বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
July, 16, 2021, 6:30 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, নওগাঁ, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ, স্বাস্থ্য |
113 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।