এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর অদূরে দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২৫০ পিস আতশবাজিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হাবিব শেখ (২০)। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল সোমবার বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে নয় হাজার দুইশত পঁঞ্চাশ পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ হাবিব শেখ (২০)
নামে এক ব্যক্তিকে একটি মোবাইল ফোনসহ হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়। এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।