সৌরভ কুমার,ঈশ্বরদীঃঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার মুলাডুলি ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল বলে পুলিশ জানিয়েছে। রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহন চালু রয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার কোনো এক সময় রেললাইন পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ বলছে, হাত-পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় রেখেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
ঈশ্বরদীর মুলাডুলিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ক্রাইম নিউজ ঢাকা
July, 7, 2021, 9:19 am
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পাবনা, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ, স্বাস্থ্য |
187 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।