শরিয়তপুর প্রতিনিধিঃজোরপূর্বক জমি দখল,ঘর উত্তোলন ও সন্ত্রাসীদের হুমকি ধামকির প্রতিবাদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সাহায্য এবং অাইন সৃঙ্খলা বাহীনির সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তুলাসার গ্রামের হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারি অসহায় অালেয়া বেগম ৷ অাজ ৬জুলাই মঙ্গলবার বেলা বারটার সময় শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার ৷
সংবাদ সম্মেলনে অসহায় অালেয়া বেগম বলেন-শরীয়তপুর পালং থানার অন্তর্গত ৭৯নং তুলাসার মৌজার এস এ ৯২,৮২,৮৯ নং খতিয়ানে ২১৩ নং দাগে১.৮৬একর হইতে ৪০ শতাংশ জমি অামাদের পৈতিক সম্পত্তি ৷ যাহা অামরা দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করে অাসতেছি ৷ কিন্তু উক্ত সম্পত্তিতে অামার চাচা ও চাচাত ভাই মোকফর উদ্দিন খান,মোশারফ খান,মমিন উদ্দিন খান ও নুরমোহাম্মদ খান সর্ব সাং তুলাসার জোর পূর্বক অাদালতের রায় অমান্য করে জমির উপর একটি চারতলা বিল্ডিং সহ দোকান ঘর নির্মান করেছেন ৷ অামি বাধা দিতে গেলে অামাকে একাধিকবার অমানুষিক ভাবে মারপিট করে ৷ যার ফলে উক্ত চাচা ও চাচাত ভাইদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করি ৷ মামলা এখনও চলমান ৷ কিন্তু মোকফর উদ্দিন খান স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় রাতের অাধারে অামাদের ডিক্রিকৃত সম্পত্তির সামনের পজিশনে জোর পুর্বক চারতলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং এর কাজ করে যাচ্ছে ৷ এমতাবস্থায় অামি নিরুপায় হয়ে অাপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সাহায্য এবং অাইন সৃঙ্খলা বাহীনির সুদৃষ্টি কামনা করছি ৷