মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ৩শ জন শ্রমজীবি ও অসহায় কর্মহীন লোকজনের মাঝে ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি, আলু, লবন ও সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরশহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন- আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। শ্রমজীবি অসহায় মানুষদের জন্য আগামীতে ও এই ত্রাণ অব্যাহত থাকবে। ইতিমধ্যে আরো কিছু বরাদ্দ প্রদান করা হয়েছে। তাই শুধু করোনার জন্য নয়, বন্যা দেখা দিলেও এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। আমরা সব সময় অসহায়দের পাশে আছি এবং থাকব। এই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, এনডিসি রিফাতুল হকসহ আরো অনেকে।
সুনামগঞ্জে ৩শ জনের মাঝে ত্রাণ বিতরণ
ক্রাইম নিউজ ঢাকা
July, 6, 2021, 11:28 am
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য |
73 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।