নুরুল আলম,টেকনাফঃকক্সবাজার-টেকনাফ সড়কের মিনাবাজার হাসাইন্নারটেক র্টানিং পয়েন্টে ঢাকা থেকে টেকনাফ গামী একটি মালবাহী কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কাধে পড়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে। জানা যায়, ঢাকা থেকে রংধনু কোম্পানীর একটি মিনারেল পানি ভর্তি কভার্ড ভ্যান লেদা যাওয়ার পথে হোয়াইক্যংয়ের মিনাবাজার হাসাইন্নার টেক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে কাধে পড়ে দুর্ঘটনায় চালক ও হেলপার আহত হয়। এসময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে চালক ও হেলপারকে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে প্রথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রেরণ করে । এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায় নাই ও এই বিষয় স্হানীয় বাসিন্দারা জানান বর্ষা মৌসুমে আজ ৪পাচঁ দিন পশুর বৃষ্টি এই বৃষ্টি মাঝে চালক থেকে সর্তক হয়ে গাড়ীগুলো যাতায়াত করা উচিত মনে করি তবে কিছু ড্রাইভার রাস্তায় আসলে যুদ্ধের বিমান বলে মনে করে তাঁর কারণে এই বেহাল দশা অবস্থা আহত হয়েছে ও আল্লাহ তাআলা রক্ষা করী রক্ষা করা হোক আল্লাহুমা আমিন।
টেকনাফে বেপরোয়া গাড়ী চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারসহ আহত ২
ক্রাইম নিউজ ঢাকা
July, 4, 2021, 1:42 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
175 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।