মাজহারুল ইসলাম,গলাচিপাঃ পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন যথাযথ বাস্তবায়নের লক্ষ্য তৎপর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।সকাল থেকেই পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ আশেপাশের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীকে। সরকার ঘোষিত ব্যবসা প্রতিষ্ঠান,কাচা তরকারি বাজার,মাছ বাজার ছাড়া অন্য কোন ধরনের দোকান খোলা ছিল না বললেই চলে।মাছের বাজারে তেমন একটা ভীড় ছিল না ,কাচা বাজারেও তেমন একটা ভীড় লক্ষ করা যায় নি।মাছ ব্যবসায়ী মফিদুল ইসলাম বলেন, “ভাই সকাল বেলা কিছু মাছ কিনেছি আরৎদারের থেকে বিক্রির জন্য কিন্তু বাজারে কাস্টমারের সংখ্যা খুবই কম তাই মাছগুলো নিয়ে এখনো বসে আছি কি করব জানি না।আমার সংসারটা ভাই এটার উপরেই চলে ।মাছগুলো বিক্রি করে তারপর বাজার নিয়ে বাসায় ফিরব।ভাই লকডাউন শুনলেই খুব কষ্ট হয় কারন আমরা দিন আনি দিন খাই।”রাস্তায় মানুষের উপস্থিতি তেমন একটা ছিল না বললেই চলে।সামাজিক নিরাপত্তা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা ও লকডাউনের কার্যক্রম বাস্তবায়নে উপজেলায় ঢোকার প্রধান ফটকেও ছিল কড়া নিরাপত্তা।সকাল থেকেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীন,উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিষ কুমার,উপজেলা রাজস্ব কর্মকর্তা( ভূমি)মোঃনজরুল ইসলাম,পৌর মেয়র আহসানুল হক তুহিন,থানা অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার সহ সেনাবাহিনীর সদস্যদেরকে বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে তৎপর দেখা গেছে।টহলরত অবস্থায় লকডাউন এর তৃতীয় দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক ব্যবসায়কে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তাকে তিনহাজার তিনশত টাকা জরিমানা প্রদান করেন এবং আরও ব্যবসায়িক দের সহকারী কমিশনার ভূমি ৭৯০০ টাকা জরিমানা করেন।
গলাচিপায় লকডাউনে তৎপর প্রশাসন
ক্রাইম নিউজ ঢাকা
July, 3, 2021, 9:40 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পটুয়াখালী, বিভাগীয় খবর, সারাদেশ |
150 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।