এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে মূল আসামী ও বাসার মালিককে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। পুলিশ জানান, গ্রেফতারকৃতের নাম-মোহাম্মদ আসাদুর রহমান (৩৯)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নির্যাতনকারী গৃহকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এবিষয়ে ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল হক বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত ভিকটিম কুলসুমা আক্তার। গত ২০২০ সালের ১২ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের বাসার গৃহকর্মী ভিকটিমকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে গত ৩০ জুন, ২০২১ সন্ধ্যা সাড়ে ৬টায় ভিকটিমকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক। তিনি আরও জানান, পরে সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিক মোহাম্মদ আসাদুর রহমান (৩৯)কে গ্রেফতার করে। এ বিষয়ে ডিএমপির ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বেড়েই চলেছে নির্যাতনঃরাজধানীর ভাটারায় গৃহকর্মীকে নির্যাতন করেন বাসার মালিক
ক্রাইম নিউজ ঢাকা
July, 2, 2021, 5:48 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, স্বাস্থ্য |
172 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।