সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে অগ্নিকান্ডে ৩ টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বড় পলিরগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গ্রামের মখবুল আলী,সাদেক আলীও রাজু মিয়া’র বসতঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয় সুত্রে জানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, রাত ১১ টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে গেলে দ্রুত ঘর থেকে বাহির হয়ে যায় তারা। এ সময় ঘরে থাকা ধান,চাল,হাস,মোরগ ,বই, খাতা,দলিল পত্র, কাপড় চোপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মালামালসহ ঘর গুলো ভস্মীভূত হয়।
ছাতকে অগ্নিকান্ডে ৩ বসতঘর ভস্মীভূত কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
ক্রাইম নিউজ ঢাকা
July, 2, 2021, 5:14 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
158 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।