,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে ছোট বড় যানবাহন ও জনশূণ্য অবস্থায় রয়েছে ছাতক উপজেলা ও পৌর শহরের রাস্তাঘাট। ব্যস্ততম সড়কগুলোও রয়েছে ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না মানুষ। উপজেলার প্রবেশদ্বার ও রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া লকডাউন বাস্তবায়নে রাস্তায় টহল দিচ্ছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে উপজেলা ও পৌর শহরের গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ, ট্রাফিক পয়েন্ট, বাগবাড়ী স্কুল পয়েন্ট, গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর, জাউয়া বাজার, পাইগাও পয়েন্ট, কালারুকা পয়েন্ট ও ছাতক সদর ইউনিয়নের আন্দারীগাও পয়েন্টসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাস করছে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। আর যানবাহনের কাগজপত্র না থাকলে হাতে ধরিয়ে দেয়া হচ্ছে মামলার কাগজ। সকাল থেকে উপজেলা ও পৌর শহরের রাস্তায় রিকশা চলাচল করলেও তা অন্যদিনের থেকে তুলনায় কম। বাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, পিকআপ ট্রাকসহ সবধরণের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। অতি জরুরি প্রয়োজনে কেউ প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশী জেরা ও তল্লাশির মুখে। রিকশা আটকেও যাত্রীদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাচ্ছে পুলিশ। এছাড়া উপজেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ , গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর, জাউয়া বাজার, ছাতক সদর ইউনিয়নের আন্দারীগাও পয়েন্ট, নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে চৌকি বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল রোধ করছে পুলিশ।

উপজেলা ও পৌর শহরে নিত্যপণ্য, ফার্মেসী ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সবধরণের দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন দোকান পাট খোলা কারণে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে। নিত্য প্রয়োজনীয় যেমন কাছামাল, চাউলের, দোকান, মাছ বাজারসহ দোকান খোলা থাকলেও ক্রেতাসমাগম খুবই কম।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ