মাজহারুল ইসলাম,গলাচিপাঃ গত ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার পিরোজপুর জেলার কদমতলা সাত বেকুটিয়া থেকে মোঃইমরান হোসেন তাং এর ছেলে স্বপ্তম শ্রেনীর ছাত্র মোঃ ইয়াসিন আরাফাত নিখোঁজ হন।নিখোঁজ এর পর তার বাবা পিরোজপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন।পুলিশের তৎপরতায় গত ২৭ জুন গলাচিপা পৌর শহরের একটি ভ্যানের উপর থেকে ঘুমন্ত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করেন গলাচিপা থানা পুলিশ। গতকাল রাত্র নয় ঘটিকায় কিশোরটিকে তার বাবার হাতে তুলে দেন গলাচিপা থানার পুলিশ তদন্ত মোঃআতিকুল ইসলাম।
পুলিশের সহায়তায় নিখোঁজের দশ দিন পর হারানো কিশোরকে খুঁজে পেল পরিবার
ক্রাইম নিউজ ঢাকা
June, 28, 2021, 7:24 pm
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
187 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।