স্টাফ রিপোর্টার,মেহেরপুরঃ মেহেরপুরের সাংবাদিক মিজানুর রহমান জনি চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। আজ রবিবার জামিনের আবেদন করলে জামিন মুন্জুর করেন মেহেরপুর দায়রা জজ। জনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠ ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল মেহেরপুর প্রেস’র প্রকাশক ও সম্পাদক। গত ১৬ এপ্রিল অবৈধভাবে মেহেরপুর ভৈরব নদীর মাটি বিক্রির সংবাদ পরিবেশন করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় চাঁদাবাজির মামলা হয়। গত ৬ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা না মুন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল মেজিষ্ট্রেট। জামিনে মুক্ত হয়ে মিজানুর রহমান জনি বলেন, সত্য প্রকাশ করায় আমাকে হয়রানীর উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সঠিক ভাবে তদন্ত পূর্বক এই ষড়যন্ত্রের জাল থেকে আমাকে মুক্তি দেওয়ার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। সেই সাথে সকল সাংবাদিক সমাজের সহযোগীতা কামনা করছি।
মিথ্যা মামলায় আজ জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক জনি
ক্রাইম নিউজ ঢাকা
June, 28, 2021, 7:20 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কুষ্টিয়া, খুলনা, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
166 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।