,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

টেকনাফে উপজেলায় যৌথ অভিযানে ১লাখ ৫০ হাজার টাকার কারেন্ট জাল ধ্বংস

 নুরুল আলম,টেকনাফঃ ২৫ জুন(পবিত্র জুমাবারে সকাল ১০টা হইতে দুপুর ১২.৩ মিঃ পর্যন্ত টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, টেকনাফ বিজিবি কর্মকর্তাগন, টেকনাফ কোস্টগার্ড স্টেশন ও টেকনাফ সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ সহ যৌথ অভিযান পরিচালনা করা হইয়েছে এসময় বাহারছড়া নোয়াখালী পাড়া টেকনাফ সদর , উত্তর লম্বরী,লেঙ্গুর বিল ঘাট সহ বিভিন্ন সীমান্তে পয়েন্টেে মৎস্য ঘাটে মোবাইলকোর্ট পরিচালনা করে ১লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করে জনগনের উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। আটক কৃত নিষিদ্ধ কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা । এদিকে ২০মে হতে ২৩জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন জেলেদের নাফ নদী সংলগ্ন ও সাগরে মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা অপেক্ষা করে উপকূলীয় বিভিন্ন নৌকার ঘাটে অবৈধ কারেন্ট জাল মজুত করেন। জেলেরা সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৬৫দিন সাগরে ও নাফ নদীথে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও বন্ধের পর থেকে প্রতিনিয়ত তারা সাগরে ও নাফ নদীতে মাছ ধরতে যায়। এসময় মাছ ধরার খবর পেয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় মোবাইলকোর্ড পরিচালনা করা হয়। সরকারী নিষেধাজ্ঞা আইন অমান্য করে যারা কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি আইনানুগ ব্যবসা গ্রহণ করা হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ