মাজহারুল ইসলাম,গলাচিপাঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামে ছাগল তাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে দু’দিন পরে মিনারা বেগম (৩৬) নামের এক নারী কে মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যায় নাসির খান নামের অভিযুক্ত ব্যক্তি। এসময় এলাকার লোকজন মিনারা বেগমকে মাটিতে অচেতন অবস্থায় দেখে গলাচিপা থানা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মিনারা বেগমকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং নাসির খানকে আটক করে থানায় নিয়ে আসেন। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম গনমাধ্যমকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত নাসির খানকে আটক করেছেন বলে জানান। এ ঘটনায় মিনারা বেগমের স্বামী বাদী হয়ে নাসির খান ও তার দুই স্তী কে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বরটি হলো সি আর ১৭/২১। মামলা সূত্রে জানাযায়, নাসির খানের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ থাকায় তাঁর জেরে এ ঘটনাটি ঘটেছে। এছাড়া, হামলার সময় নাসির খান দা দিয়ে আঘাত করলে তা বাদি মোঃ হেমায়েত জমাদ্দারের বাম চোখের উপরে আলতো ভাবে লাগলে তিনিও আহত হয়।এ বিষয় গলাচিপা থানা পুলিশ দু’জন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।