শরীয়তপুর প্রতিনিধিঃ
জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ ফরাজিকান্দি এলাকায় বুদ্ধি, বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে ধর্ষক মোঃ আবু সালাম ফরাজীকে (৫৫) গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ আল আমিনের নেতৃত্বে একটি টিম।
গ্রেফতারকৃত আসামি একই এলাকার মৃত জমিরউদ্দিন ফরাজীর ছেলে বলে জানা যায়। ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানাযায়, ২১ জুন তাহার বাকবুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৯) কে, আসামি মোঃ আবু সালাম ফরাজী (৫৫) সুকৌশলে তাহার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের ভিত্তিতে জাজিরা থানায় ২৫ জুন একটি মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ১৯ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী ২০০৩) পেরেক এর ৯(১)রুজু করা হয়েছে। এস আই আল-আমিনকে তদন্তভার অর্পণ করা হলে, গভীর রাতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য পাঠানো হয়েছে।
এই বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন-ধর্ষণ একটি ঘৃণিত অপরাধ, এটা যে কেউ করে থাকুক না কেন, কোনোভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।