এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর কারওয়ান বাজারে রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর।নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল একটি ফুলহাতা শার্ট ও একটি লুঙ্গি। সোমবার দিবাগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার রাত ১ টা ৫ মিনিটের দিকে তিনি মারা যান। পথচারী ও টেইলাস’ শ্রমিক রুবেলের উদ্ধতি দিয়ে ঢামেক পুলিশ জানান, কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। এদিকে, রুবেলের পিতা আবদুল রশিদ জানান, তার বাড়ি পাবনা জেলার সদর উপজেলার সাদু পাড়া গ্রামে। তার ছেলে রুবেল ঢাকায় থাকেন এবং সে টেইলারিংয়ের কাজ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সরকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, কারওয়ান বাজার থেকে রাত সাড়ে ১২ টার দিকে এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসে। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল একটি ফুলহাতা শার্ট ও একটি লুঙ্গি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত নায়েক মোফাজ্জল হোসেন জানান, কারওয়ান বাজারে রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নামা এক ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৫ মিনিটের সময় মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
ক্রাইম নিউজ ঢাকা
June, 22, 2021, 8:37 am
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, স্বাস্থ্য |
88 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।