,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

দোয়ারাবাজারে জুয়া খেলা অবস্থায় পুলিশের হাতে ৭ জুয়ারি আটক

সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার মধ্য রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে এ অভিযান চালানো হয়। সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরা অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্য রাতে দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমান নেতৃত্বে এএসআই শরীফ মিয়া, এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল বালিউড়া বাজারে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল হইতে নগদ ৩ হাজার ৪ শত ৯০ টাকাসহ উপজেলার নরসিংপুর ইউনিনের ফুলকারগাও গ্রামের তাফির আলীর পুত্র আরজ আলী (৫০), মৃত ইন্তাজ আলীর পুত্র তৈয়বুর (৪২), লামাসানিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র হোসাইন আহমেদ(৪২), বালিউড়া গ্রামের মৃত সমরের পুত্র আব্দুল আহাদ(৫১), মৃত আব্দুল বাতেনের পুত্র আবুল হোসেন(৪২), আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল আজিজ(৪০), খালপাড় গ্রামের মৃত জহুর আলীর পুত্র ফারুকুল ইসলাম(৪৮)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে । সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবেনা।মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার থেকে ৭ জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ