নুরুল আলম,টেকনাফঃকক্সবাজার টেকনাফ প্রধান মহাসড়ক ঝিমংখালি টানা ব্রিজ সড়কের ওপর অবস্থিত সেতুর এমন হাল হয়েছে। প্রতিদিন বড় বড় যানবাহন সেতুটি পার হওয়ার সময় এর মাঝের একটি অংশ ধসে গেছে। ঝুঁকিপূর্ণ এই সেতু পারাপার করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন গাড়ী চালক সহ পুরো টেকনাফ উপজেলা বাসী। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ২০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সেতুটির মাঝামাঝি অংশে ৩ থেকে চওড়া গর্ত হয়েছে। এর ফলে কক্সবাজার -টেকনাফ প্রধান সড়কে ভারী যানবাহন ও অটোরিকশা চলাচল করলেও অতস্কে তাকে চালকরা ও যাত্রী কারণ দুর্ঘটনা হতে পারে যে কোন সময়।জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন । এতে এই অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেছেন অনেক দিন আগে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি কক্সবাজার -টেকনাফ প্রধান সড়কের মানুষ যাতায়াত করেন। এই সেতুটি কক্সবাজার -টেকনাফ চলাচলের একমাত্র সেতু।এটি বিকল্প সড়ক নাই। সেতুটি জনগুরুত্বপূর্ণ বিধায় দ্রুত সংস্কার জরুরী হয়ে পড়েছে মানুষ মৃত্যু হইতে পারে এবং নেতাদের কোনো মুহূর্তে নজরে নাই। ।স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা হেলাল উদ্দিন আশিফ জানান, সেতু ভেঙে যাওয়ায় রিকশা ও সিএনজি ও টেকনাফ স্হল বন্দরের মালামালের সব ধরনের ভারী যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হোয়াইক্যং ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুটি যে কোন মুহূর্তে দুর্ঘটনা হতে পারে ও সংস্কার করা জরুরী মনে করি ও জীবনের ঝুঁকি নিয়ে চলার পথ টেকনাফ বন্দর থেকে রাতে দিন গাছের ট্রাক ও যে কোনো কাচা মাল চলাচল করে আমি হোয়াইক্যং ইউনিয়ন বাসীর পক্ষে থেকে সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি । টেকনাফ উপজেলা প্রকৌশলী এ সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষক মাননীয় সাংসদ সদস্য প্রতি আহ্বান জানাচ্ছি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন এই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে এবং যে কোনো মুহূর্তে এই পুল সংস্কার করা জন্য প্রষ্টুত টেকনাফ উপজেলা বাসী থেকে দোয়া কামনা করেন।
টেকনাফের ঝিমংখালী সেতুর বেহালদশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ক্রাইম নিউজ ঢাকা
June, 21, 2021, 5:16 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
196 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।