নুরুল আলম ,টেকনাফঃ টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইপাচারকারী আটক করেছে। এসময় মাদক পাচারেরকাজে ব্যবহৃতএকটি টমটম গাড়ি জব্দ করা হয়। আটককৃত পাচারকারীরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকার মৃত আব্দুমোনাফের ছেলে মোহাম্মদ শাকের(২৮) একই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ কেফায়েত উল্লাহ (২২)।কে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রবিবার বিকালের সময়গোপন সংবাদের জানতে পারে একটি টমটম গাড়িযুগে মাদকপাচার হতে পারে। উক্ত সংবাদে আমার নির্দেশে থানা পুলিশের এসআই হোসাইন এর নেতৃত্বেসঙ্গীয় ফোর্সসহটেকনাফ সদর ইউনিয়নের বায়তুশশরফ জামে মসজিদের পাশে সাইক্লোন সেন্টারেরসামনে পাকা রাস্তার উপরচেকপোস্ট বসিয়ে একটিটমটমকে থামিয়ে তল্লাশি করে ১০ হাজার ১শত ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকেআটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতেপ্রেরণকরা হবে বলে জানিয়েছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।