,


শিরোনাম:
«» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদপুর থেকে “আনসার আল ইসলাম’র এক জঙ্গী সদস্য গ্রেফতার

 এস, এম, মনির হোসেন জীবন – রাজধানী মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম’র” এক জঙ্গী সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম মেহরাজ হোসেন সৌরভ (১৯)। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এর এএসপি (মিডিয়া) মো, ফজলুল হক আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার সলিমুল্লাহ রোডে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ দু সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম মেহরাজ হোসেন সৌরভ (১৯), জেলা-ভোলা। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মেহেরাজ হোসেন রাজধানীর একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে আখ্যায়িত করে লেখাপড়া ত্যাগ করে। এছাড়াও সে দ্রুই হিজরত করার পরিকল্পনাও করে আসছিলো। এএসপি মো, ফজলুল হক আরও জানান, বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে কাজ চালিয়ে আসছিলো সে। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধৃত জঙ্গী সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ