এস, এম, মনির হোসেন জীবন – রাজধানী মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম’র” এক জঙ্গী সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম মেহরাজ হোসেন সৌরভ (১৯)। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর এএসপি (মিডিয়া) মো, ফজলুল হক আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার সলিমুল্লাহ রোডে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ দু সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম মেহরাজ হোসেন সৌরভ (১৯), জেলা-ভোলা। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মেহেরাজ হোসেন রাজধানীর একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে আখ্যায়িত করে লেখাপড়া ত্যাগ করে। এছাড়াও সে দ্রুই হিজরত করার পরিকল্পনাও করে আসছিলো। এএসপি মো, ফজলুল হক আরও জানান, বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে কাজ চালিয়ে আসছিলো সে। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সাথে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধৃত জঙ্গী সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে।
মোহাম্মদপুর থেকে “আনসার আল ইসলাম’র এক জঙ্গী সদস্য গ্রেফতার
ক্রাইম নিউজ ঢাকা
June, 19, 2021, 12:33 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
168 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।