ঈশ্বরদী প্রতিনিধিঃ সৌরভ কুমার দেবনাথ ঈশ্বরদী দাশুড়িয়া তেতুলতলা বাস ও এম্বুলেন্সে মুখোমুখি সংঘর্ষে আহত ৩ বুধবার (১৬ জুন) সকাল ৯টায় ঈশ্বরদী পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেতুলতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে দাশুড়িয়া দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে আহত রা হলেন, অ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ আসিফ হোসেন(২২) পিতা আব্দুস সালাম গ্রাম কালিকাপুর, মোঃ রাকিবুল (২৫) পিতা রবিউল গ্রাম কালিকাপুর উভয় থানা ঈশ্বরদী জেলা পাবনা, মোঃ এনামুল হক(৩৫) পিতা অজ্ঞাত গ্রাম পাচবাড়িয়া। দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা আহতদের মুমূর্ষ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত রোগীদের অবস্থার অবনতি হলে দুপুর ১২:৩০মিনিটে দিকে তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ(রামক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।