ঈশ্বরদী প্রতিনিধিঃ করুণা রানী দাস পেশায় একজন বাসা বাড়ির কাজ করেন। ২০১৯ সাল থেকে জরায়ু টিউমারে কবলে পরে প্রায় ৩বছর আগে । তিনি অসুস্থ হয়ে আছে, এখন আর অর্থের যোগান দিতে পারছে না এর জন্য দেশবাশী কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করছে। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব তার ঢাকা ক্যান্সার হাসপাতালের অপারেশন করতে হবে। যেটার ব্যায় বহন করা তার পরিবারের পক্ষে একদম-ই অসম্ভব… তাই সবার প্রতি অনুরোধ করছি, যিনি যেভাবে পারেন ওনার প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিন.. উনার ছেলের বউ এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন… কাজলী রানী দাস +01790631651 বাসাঃ ৪ নং ওয়ার্ড পূর্ব নূরমহল, ঈশ্বরদী,পাবনা। চাইলে বাসায় এসেও সত্যতা যাচাই করে নিতে পারেন।
মানবিক_সাহায্যের_প্রয়োজন
ক্রাইম নিউজ ঢাকা
June, 14, 2021, 3:50 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পাবনা, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ, স্বাস্থ্য |
137 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।