,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

উওরায় ভুঁড়ি ভুঁড়ি ভুয়া সাংবাদিকঃসুন্দরী তরুনীরা ঘুরে বেড়ায় দামি গাড়িতে

এস, এম, মনির হোসেন জীবনঃ “উওরায় ভুয়া সাংবাদিকদের দাপটে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা ইদানিংকালে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে। এর ফলে নিজেদের কারণে নিজেরাই ক্ষতিগ্রস্ত হওয়ার আশংঙ্কা রয়েছে। আপনি বলেন তো, সমাজের ভুয়া সাংবাদিকরা নিজেদের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা কতটা যৌক্তিক? ওই সব ভুয়া সাংবাদিকদের প্রশ্রয় দেয়া যায় না! সম্প্রতি উওরা, টংগী, গাজীপুর ও ঢাকার যাএাবাড়িতে প্রশাসনের হাতে চাঁদা বাজী, মাদক বিক্রি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে ১৮ থেকে ২০ জন নামধারী,কাড’ধারী ও ভুয়া সাংবাদিক আটক করেছে প্রশাসন। বৃহওর উওরা এলাকায় অসংখ্য ভুয়া, আইডি কাড’ধারী নারী সুন্দরী তরুনী ও তরুনরা টাকার বিনিময়ে সাংবাদিক লেখা প্রেসকাড’ নিয়ে দামি মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে রাত দিন ঘুরে বেড়ায়। আসলে ওরা কারা? ওদের কি পরিচয়, এসব জাতি জানতে চায়। অন্যায়কে অন্যায় বলার মতো সাহস থাকতে হবে। আসুন আমরা সকলে মিলে দেশ থেকে ভুয়া ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ করি। খুব শিগগিরই ভুয়া সাংবাদিকদের তালিকা তৈরী করে প্রশাসনের চিরুনি অভিযান চালানো দরকার বলে আমি মনে করি। এবিষয়ে ভুয়া সাংবাদিকদেরকে ধরতে এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার লক্ষ্যে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাব প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন পেশাদার সাংবাদিকরা”।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ