নুরুল আলম,টেকনাফঃ কক্সবাজার দক্ষিণ কক্সবাজারের টেকনাফে সীমান্তে আরো এক রোহিঙ্গা কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুন) সকালে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন ফুলের ডেইল চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশে পরিদর্শক (তদন্ত অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে নাফ নদী সংলগ্ন ফুলের ডেইল চরে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মরদেহ সর্বমোট ৪জন) ১২ জুন শনিবার এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছেন, স্বামী-স্ত্রী ও তিন সন্তান জননীসহ একটি পরিবার রোহিঙ্গা জনগোষ্ঠী ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মিয়ানমারে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যে নৌকাটি নাফ নদীতে ডুবে যায়। জানা যায় এখনো নিখোঁজ রয়েছে পরিবারের কর্তা পুরুষটি।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।