,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

৫৯ কেজি গাঁজাসহ ৫ মাদককারবারি গ্রেপ্তার প্রাইভেটকার জব্দ

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ ৫ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে তেজগাঁও থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ রাকিব ব্যাপারী (২৬) ও মোঃ শফিকুল ইসলাম (২৬), মোঃ আসিফ মাতব্বর (১৮), রিনা বেগম (৩৫) ও মোঃ রিপন (২৯)। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ আসিফ মাতব্বর (১৮), রিনা বেগম (৩৫) ও মোঃ রিপন(২৯)। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৪টি মোবাইল ফোন ও নগদ ৭৬০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা সহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ আসছিল। এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় কতিপয় লোক তেজগাঁও শিল্পাঞ্চল থানার ক্যাফে নিউ নাইওরি রেস্তোরাঁ এলাকার ফুটপাতে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২ টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি উদ্ধার প্রতিরোধ টিম। তিনি জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ রাকিব ব্যাপারী (২৬) ও মোঃ শফিকুল ইসলাম (২৬) । জব্দকৃত মাদকের বাজার মূল প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এবিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ