মাজহারুল ইসলাম গলাচিপাঃভার্চুয়াল নহে স্বাস্থ্য বিধি মেনে আদালতের সকল কার্যক্রম নিয়মিত করার দাবিতে আইনজীবীরা মানববন্ধন করেছেন। পটুয়াখালীর গলাচিপায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে সকাল ১১টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইনজীবীরা বলেন, ভার্চুয়াল নয়, স্বাস্থ্য বিধি মেনে আদালতের সকল কার্যক্রম নিয়মিত করতে হবে। ভার্চুয়ালের কারণে আইনজীবীরা সহ আইনি সহায়তা প্রাপ্তি সাধারণ মানুষরাও আজ অতিষ্ট।তাই সকল কার্যক্রম নিয়মিত করার দাবি জানিয়ে এ মানববন্ধন করা হচ্ছে। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র এ্যাডভোকেট আবদুল খালেক, এ্যাডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান, এ্যাডভোকেট শামিম মিয়া, এ্যাডভোকেট মোঃ মামুন খান, এ্যাডভোকেট মোঃ মোকলেছুর রহমান সহ আইনজীবীবৃন্দ।
গলাচিপায় আইনজীবীদের মানববন্ধন
ক্রাইম নিউজ ঢাকা
June, 13, 2021, 11:50 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
104 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।