মাহমুদুল হাসান আশিকঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ৫৩ পিস মরা মুরগি উদ্ধার করা হয়েছে। এসময় রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় হাতে নাতে ৭ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার বিকেলে বিমানবন্দরের এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর জোনের (এডিসি) তাপস কুমার দাস আজ শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মরা মুরগি সহ আটক ৭ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, বিমানবন্দর এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকেলে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে বিপুল পরিমাণ মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করে। তিনি আরও জানান, এ সময় অভিযানের নেতৃত্ব দেন- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ৫৩ পিস মরা মুরগি সহ আটক -৭ তিন লাখ টাকা জরিমানা
ক্রাইম নিউজ ঢাকা
June, 12, 2021, 6:33 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
206 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।