এস, এম, মনির হোসেন জীবনঃ রাজধানীর ডেমরা এলাকায় একটি ডোবা থেকে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টা দিকে ডেমরা থানার থানার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো, এরশাদ হোসাইন আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেলা ১১ টা ৫৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খবর পায় যে, রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি ডোবায় এক শিশু পড়ে নিখোঁজ আছে। পরে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২ টার দিকে ওই স্হানে তল্লাশী অভিযান চালিয়ে নিখোজ শিশু শ্রাবন (১০) মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ডেমরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মো, এরশাদ হোসাইন জানান, উদ্ধার হওয়া নিহত শিশুটি ওই এলাকায় থাকতেন। শনিবার সকালে ডেমরা থানার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি ডোবায় পড়ে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।
ডেমরায় ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস
ক্রাইম নিউজ ঢাকা
June, 12, 2021, 3:47 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, স্বাস্থ্য |
179 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।