,


শিরোনাম:
«» শাহজালালে ৩৫১৮ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক «» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে

টেকনাফ পৌরসভার কাউন্সিলরের ভাতিজা রাসেল ইয়াবা ব্যবসায়ী

 নুরুল আলম,টেকনাফঃটেকনাফ পৌরসভার হারেছ কাউন্সিলর ভাইয়ের ছেলে রাসেল ৫১ হাজার টি ইয়াবাসহ অবশেষে র্যাব-১৫ এর হাতে গ্রেফতার হয়েছেন। আটককৃত যুবক হলেন- টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবু হারেছের ভাই মোহাম্মদ ইউনুছের ছেলে। ১০ জুন আনুমানিক রাত ১২ টার সময় টেকনাফ পৌরসভাস্থ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর সামনে র্যাব-১৫ বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ হাজার ইয়াবা সহ একজন মাদক কারবারী রাসেল কে আটক করে গ্রেফতার কৃত রাসেল মরণ নেশা ইয়াবা ব্যবসায়ী সুত্র জানা যায় এবং বর্তমান কাউন্সিলে হারেছের ক্ষমতার আড়ালে অবৈধতা বিরাজ করছে অবশেষে গোপনীয়তা অবৈধ মাদক ব্যবসা বাহির করল আইন শৃংখলা বাহিনীরা র্যাব ১৫ জানান হারেছ কাউন্সিলের বাতিজা দির্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে ও তাকে অনেক অনেক দিন যাবদ নজরে রেখে ছি ও শেষ মেশে গোপনীয় সংবাদ ভিত্তিতে তাকে খুঁজে বের করে ইয়াবা সহ আটক হয়েছে ও এই অবৈধ কারবারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এজাহার করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে ও মাদক কারবারী বিরুদ্ধে লড়াই শেষ হচ্ছে-না এবং এত মাদক কারবারী আটক হওয়ার পড়ে ও সীমাবদ্ধ নেই ও সীমান্তে পয়েন্টে জুড়ে উঠেছে কারবারী এবং মাদক কারবারী বিরুদ্ধে অভিযান অবহৃত থাকবে ও জনগণের সহযোগিতা কামনা করেন

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ