নুরুল টেকনাফ,প্রতিনিধিঃ
কক্সবাজারে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকার বিএনপি নেতা বাঁচা মিয়ার স্বপরিবারের কারবারের সময় আটক করেছেন ঢাকার বংশালে। বিদ্যুতিক বাল্বের কাটুনে কুরিয়ারে করে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবাগুলো নিয়ে যায়।
এসময় তার ভাই, বোনও আটক হয়।
আটককৃত বাঁচা মিয়া নাইট্যং পাড়া এলাকার কালা মিয়ার ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। যুবদল নেতা বাঁচা মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসিও টেকনাফ শহরে এলাবাসীর সুত্র জানা যায় আরও অধরা বিএনপির নেতা মাদক কারবারী এবং বিএনপির ক্ষমতায় তাকার অবস্থায় ভাত খাওয়ার ভাত ছিল না আওয়ামীগ সরকারের আমলে বিএনপির নেতা কর্মীরা মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক আলিশান বাড়িঘর নারী গাড়ী।