ঈশ্বরদী প্রতিনিধিঃনানা প্রতিকূলতা আর সম্ভাবনার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে এক বছর পূর্ণ করল ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি। শুক্রবার (১১জুন) দুপুর ২টায় পোস্ট অফিস সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তি উপলক্ষে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে সমিতির সদস্যরা। সভায় সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক-মোঃ তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক-মোঃ সাইফুল ইসলাম, সহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বি আর বি ক্যাবলস এর ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, এস কিউ ক্যাবলস ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আল-মাহমুদ, বি.বি.এস ক্যাবলস ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মেহেদী হাসান বিজলী ক্যাবলস ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সবুজ, ঈশ্বরদী উপজেলা ইলেট্রনিক সমিতির সভাপতি মোঃ শাহিনুর রহমান, ঈশ্বরদী উপজেলা বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রশিদ। উল্লেখ্য, ২০২০ সালের ১ জুন সততা, সাহসিকতা স্লোগান নিয়ে ৮২ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি। আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি।
ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির প্রথম বর্ষপূতি পালিত
ক্রাইম নিউজ ঢাকা
June, 11, 2021, 10:26 am
অন্যান্য, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
95 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।