,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

টঙ্গীর মিলগেটের ঝুট ও তুলার গোডাউনের আগুনের ডাম্পিং এর কাজ চলছে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর অদূরে গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট অলিম্পিয়া এলাকায় ঝুট ও তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের খরব পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উওরা ও টঙ্গী থেকে ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বৃহস্পতিবার দিবাগত-রাত ১ টা ১৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে, আজ শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিট পয’ন্ত আগুনের ডাম্পিং এর কাজ চলছিল। তবে, শেষ খবর পাওয়া পয’ন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর মিলগেট অলিম্পিয়া এলাকায় ঝুট ও তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উওরা স্টেশনের স্টেশন অফিসার মো, হানিফ বৃহস্পতিবার দিবাগত-রাত ১ টা ২০ মিনিটে ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজ শুক্রবার জানান, বৃহস্পতিবার রাত ৯ টা ০২ মিনিটের সময় টঙ্গীর মিলগেট অলিম্পিয়া এলাকায় বিশাল তিনটি ঝুট ও তুলার গোডাউনে আগুনের সূএপাত হয়।

পরে মুহূর্তের মধ্যে ওই আগুনের লেলিহান শীখা গুলো আশপাশের অন্য গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে উওরা ও টঙ্গী থেকে মোট ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বৃহস্পতিবার দিবাগত-রাত ১ টা ১৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসলেও আজ শুক্রবার সকাল সোয়া ৯ টা পয’ন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা ওই লাগা আগুনের ডাম্পিং এর কাজ শেষ করতে পারেনি। বৈদুতিক গোলযোগ থেকে আগুনের সূএপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতি তদন্তে সাপেক্ষ বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা এলাকাবাসী ও ব্যবসায়ীরা আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে মোঃ ফারুক হোসেনের ঝুট ও তুলার গোডাউনসহ আরও কয়েক জনের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও আজ শুক্রবার আগুনের ডাম্পিং এর কাজ চলছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ