মাজহারুল ইসলাম,গলাচিপাঃপটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বিদ্যুৎতায়ন এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃশাহিন, ভোলা পল্লী বিদুৎ সমিতির জি এম আবুল বাসার, গলাচিপা উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। বিদ্যুৎ এর শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় পটুয়াখালী -০৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সংসদীয় আসন বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের বিদ্যুৎতের আলোয় আলোকিত করায়। বাংলাদেশে ১০০% বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে বঙ্গ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে। জননেত্রী শেখ হাসিনার প্রতি দোয়া ও শুভ কামনা তিনি আমাদের দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির মহা সড়কে।আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার।এ আমলে দেশের যে উন্নয়ন হইছে তা ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে।এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ,সাধারণ সম্পাদক মোঃজাহিদ হোসাইন, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান রুবেল,চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃতোফাজ্জেল হোসেন বাবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ হাজারো জনতা।
বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে বিদ্যুৎ এর শুভ উদ্বোধন
ক্রাইম নিউজ ঢাকা
June, 10, 2021, 12:21 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, বিভাগীয় খবর, সারাদেশ |
226 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।