ঈশ্বরদী প্রতিনিধিঃ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। গত রবিবার বেলা ১১টায় সংসদ অধিবেশনে যোগ দিয়ে বেলা ২টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে অবস্থান করেন। এই বিষয়টি নিশ্চিত করে এমপি’র একান্ত সহকারী রাজন মালিথা জানান, ১৭ জানুয়ারী বাজেট এর বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। এর আগে প্রথম বারের মত এমপি হিসেবে গত ১৮ জানুয়ারী সংসদে যোগদান করেন তিনি। এরপর ২০ জানুয়ারী পুনরায় সংসদে যোগদান করেই ২১ জানুয়ারী ঈশ্বরদীতে আসেন। এরপর ২৬ জানুয়ারী সংসদে যোগদান করেই ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন এমপি নুরুজ্জামান বিশ্বাস। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে সংসদ অধিবেশনে যোগদান করা কথা থাকলেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেই যাত্রায় সংসদে যোগদান করা সম্ভব হয়নি। জানা গেছে, এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও উন্নয়ন কর্মকান্ডে হাত দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
সংসদের বাজেট অধিবেশনে যোগ দিলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস
ক্রাইম নিউজ ঢাকা
June, 9, 2021, 6:24 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, পাবনা, বিভাগীয় খবর, রাজশাহী, সারাদেশ |
329 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।