নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃরাজধানীর কদমতলী ও পল্লবী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র ্যাব। আটককৃতদের মধ্যে একজন নারী মাদককারবারিও রয়েছেন। এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ-৮ হাজার ২৮০ টাকা,১ টি ভ্যানিটি ব্যাগ ও ৪ টি মোবাইল উদ্ধার মুলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচেছ- মোহাম্মদ হোসেন (৩১), আখি খানম (২৪), মোঃ আফসার (৩০) ও মোঃ সোহেল (২২)। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানান, আটককৃতরা হচ্ছে -মোহাম্মদ হোসেন (৩১), জেলা- কক্সবাজার ও আখি খানম (২৪), জেলা-টাঙ্গাইল। এসময় ১ টি ভ্যানিটি ব্যাগ এবং ১ টি মোবাইল উদ্ধার মুলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অপর দিকে, র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ-৮ হাজার ২৮০ টাকা এবং ৩ টি মোবাইল উদ্ধার মুলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আফসার (৩০), জেলা- ঢাকা ও মোঃ সোহেল (২২), জেলা-ঢাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া আসামীরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সুন্দরী নারী মাদককারবারিসহ ৪ জন আটক
ক্রাইম নিউজ ঢাকা
June, 9, 2021, 12:34 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
228 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।