হাকিকুল ইসলাম, যুক্তরাষ্ট্রঃযুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে ড. সিদ্দিকুর রহমানের সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা গত ৬ জুন রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস্-এর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. প্রদীপ রন্জন কর। বাংলাদেশ থেকে ফিরে এসেই ড. সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলন ডেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দূর্নীতি, শক্তিশালী বিরোধী দলের অভাব, কিছু আমলা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তিনি দাবী করেন কিছু দান-খয়রাত করতে দেশে কোন সৎলোক পাওয়া যায় নাই। মুজিব কোট গাঁয়ে দিয়ে দুর্নীতি করছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন। দেশে শেখ হাসিনাকে জবাবদিহীতা করতে কোন বিরোধীদল নাই বলে দেশ দূর্নীতিতে ছেঁয়ে গেছে বলে আস্ফালন করেন। বিএনপি সহ সকল দলকে নিয়ে শিঘ্রই একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করবেন যাতে দেশে শক্তিশালী একটা বিরোধীদল গঠন করা যায়। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মীরা সাবেক সভাপতি ড. সিদ্দিকের এহেন কর্মকান্ডকে দেশ, দল ও সরকার বিরোধী বলে তার সকল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পার্টির ফোরামে তা তুলে ধরা যেতে পারে। সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে সত্য-মিথ্যা মিশিয়ে হাইব্রিড ও অনুপ্রবেশকারী সূযোগসন্ধানী তথাকথিত আওয়ামী লীগ নেতা ড. সিদ্দিকুর রহমান কি বিএনপিতে যোগদানের পথ তৈরী করছেন, ভাষানী ন্যাপ ও বিএনপির ঘরোনার সাবেক নেতা বলে পরিচিত সিদ্দিকুর রহমান ভোল পাল্টে আওয়ামীলীগে ঢোকেন এবং সভাপতি হয়ে নীজের আখের গুছিয়ে নিয়ে দল থেকে সটকে পরার পায়তারা করছেন বলেই নেতাকর্মীরা মনে করছে। কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট, মেঘনা ব্যাংকের পরিচালক, ম্যাক্স পাওয়ারের পরিচালক হয়ে ঢাকা-কক্সবাজার, ঢাকা-মংলা রেলওয়ের কন্ট্রাক্ট, তদবির বানিজ্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে লক্ষ লক্ষ ডলার নিয়ে এসে নীজে অঢেল সম্পদের মালিক বনেছেন বলে বাজারে খবর আছে। নীজে ও তার স্ত্রী শাহানারা রহমান বছরের ১০/১১ মাস বাংলাদেশে থেকে ব্যাবসা-বানিজ্য করে সম্পদশালী হয়ে দলের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন বলে অধিকাংশ বক্তারা তাদের অভিমত ব্যাক্ত করেন। সভায় অবিলম্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এই সূযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারীকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়ার দাবী জানানো হয়। সেই সাথে ড. সিদ্দিকুর রহমানের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিকী, এম এ করিম জাহাঙ্গীর, শরীফ কামরুল আলম হীরা, মন্জুর চৌধুরী, মাসূদ মোল্লা, রুমানা আক্তার, কায়কোবাদ খান, দুরুদ মিয়া রনেল, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আওয়ামী পরিবারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ক্রাইম নিউজ ঢাকা
June, 9, 2021, 11:53 am
অন্যান্য, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, রাজনীতি, সারাদেশ |
212 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।