সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির বন্ধের দাবীতে ছাতক ব্যবসায়ী ঐক্য-শ্রমিক পরিষদের করা এক আবেদনের প্রেক্ষিতে বানিজ্য মন্ত্রনালয়ে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মন্ত্রনালয়ের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(আইআইটি) এএইচএম শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধবাবে ক্রাশং চুনাপাথর বিক্রি করায় সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভুমি মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এবং আমদানী-রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রতিনিধিবৃন্দ সহ বানিজ্য মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। লাফার্জ হোলসিমের পক্ষে চিফ কর্পোরেট অফিসার এন্ড এইচআর ডিরেক্টর আসিফ ভূঁইয়া, লিগ্যাল ডিরেক্টর এন্ড কোম্পানী সেক্রেটারী কাজী মিজানুর রহমান, চিফ ফাইন্যান্সিয়ার অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সচিব হাজী আবুল হাসান সভায় উপস্থিত ছিলেন। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, সভায় লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ ক্রাশিং চুনাপাথর বিক্রিতে কোন বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় লাফার্জ হোলসিম কর্তৃপক্ষকে আগামী ৭দিনের মধ্যে এ সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র নিয়ে মন্ত্রনালয়ে আসার জন্য বলা হয়েছে।
খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রি বিষয়ে বানিজ্য মন্ত্রনালয়ে সভা
ক্রাইম নিউজ ঢাকা
June, 8, 2021, 4:48 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
178 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।