নুরুল আলম,টেকনাফঃ কক্সবাজার আজ ৮ জুন মঙ্গলবার ২০২১ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কতর্ৃক টেকনাফ থানাধীন ও স্থল বন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় পাচারকার্যে ব্যবহৃত একটি ছোট পিকআপ চাঁদের গাড়ী জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার (টেকনাফ) লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় কোস্ট গার্ডের একটি দল অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে একটি ছোট পিকআপ চাঁদের গাড়ী পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় কোস্ট গার্ড পিকআপটিকে ধাওয়া করে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকা থেকে আটক করে। পরবর্তর্ীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক গাড়ীটি তল্লাশি করে পিকআপ চালকের সিটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ১৪ হাজার মরণ নেশা ইয়াবা উদ্বার করা হয়। এসময় ইয়াবা পাচারকার্যে ব্যবহৃত গাড়ীটি এবং গাড়ীর চালক মোহাম্মদ মুক্তার আহমদ(৩৫) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ আলী খালী এলাকার ছৈয়দ আহামদ এর ছেলে। উদ্ধার কৃত ইয়াবা ট্যাবলেট, মাদক পাচারকারী ও পাচারকার্যে ব্যবহৃত গাড়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন।
টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ ১ পাচারকারী আটক করেছে কোস্টগার্ড
ক্রাইম নিউজ ঢাকা
June, 8, 2021, 4:26 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
220 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।