সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে ভারতীয় নাসির বিড়িসহ নুরুল ইসলাম(২২) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রাম থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ির চালানসহ তাকে আটক করে গোয়েন্দা পুলিশ(ডিবি। আটক চোরা কারবারী নুরুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার কাইঞ্জর গ্রামের মাওলানা আলী আহমদের পুত্র। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক শাহাব উদ্দিন বাদী হয়ে নুরুল ইসলামকে আসামী করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল সোমবার দুপুরে নুরুল ইসলামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরন করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সুনামগঞ্জ গোয়েন্দা শাখার একদল পুলিশ সুহিতপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ১ লাখ ৮৩ হাজার ভারতীয় নাসির বিড়িসহ নুরুল ইসলামকে আটক করা হয়। জব্ধকৃত বিড়ির বর্তমান বাজার মুল্য প্রায় পৌনে ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবির হাতে ভারতীয় অবৈধ বিড়ি সহ একজন আটক
ক্রাইম নিউজ ঢাকা
June, 7, 2021, 5:38 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
84 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।