নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর অদূরে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানকালে প্রায় এক কোটি আশি লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারমূলে জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় নয় কোটি টাকা বলে জানা গেছে। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মুন্সীগঞ্জ সদর থানার উত্তর রাম গোপালপুর এলাকা থেকে এক কোটি আশি লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় নয় কোটি টাকা। অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, কারেন্ট জালের উৎপাদন বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ বিষয়ে কারেন্ট জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে প্রায় নয় কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
ক্রাইম নিউজ ঢাকা
June, 6, 2021, 4:54 pm
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, মুন্সিগঞ্জ, সারাদেশ |
32 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।