সেলিম মাহবুব,ছাতকঃদোয়ারায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে সোনালী চেলা নদীতে বালু উত্তোলন কালে প্রচন্ড বজ্রপাতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলীখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র ইলিয়াস আলী (২৮) মারা যায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়নি। নদীর স্রোতে লাশ তলিয়ে গেছে। ঘটনাস্থলে দিনভর ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়েও তার লাশ উদ্ধার করা যায়নি। দোয়ারাবাজার থানার এস আই মাহমুদুল হাসান জানান, বজ্রপাতে কোম্পানিগঞ্জ এলাকার ইলিয়াস নামের একজনের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা আরো দুইজন বাল্কহেড নৌকার শ্রমিক এ সময় আহত হয়েছে।
বজ্রপাতে শ্রমিকের মৃত্যু লাশ উদ্ধার হয়নি এখনো, আহত ২
ক্রাইম নিউজ ঢাকা
June, 5, 2021, 4:16 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
48 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।