সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মরহুম এসএম হারুন অর রশীদ’র মৃত্যুতে বুধবার রাতে শহরের চৌধুরী মার্কেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ছাতক উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলার সভাপতি শওকত আলী জামিল, শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার প্রচার সম্পাদক কয়েছ আহমদ, আইন সম্পাদক মিসবাহ আহমদ, সহ-প্রচার সম্পাদক সালেহ আহমদ, ত্রাণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা শাখার সহ-সভাপতি ইউসুফ আলম সুমন, আজিমুল আলী, ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃফরিদ উদ্দিন, কালারুকা ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক এহসানুল হক লিটন, শোকসভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের শামীম আহমদ, মন্তাজ মিয়া, রাকিব মাহতাজসহ নেতৃবৃন্দ প্রমুখ। শোকসভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ জাহেদ হাসান। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আব্দুর রহিম। সভায় বক্তারা বলেন এসএম হারুন ছিলেন একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং নিবেদিত প্রাণ তার কথা বুলবার নয়, তাকে হারিয়ে আজ ছাতকবাসী নিস্বঃ। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকসভা পালিত
ক্রাইম নিউজ ঢাকা
June, 3, 2021, 9:35 am
অন্যান্য, এক্সক্লুসিভ, বিভাগীয় খবর, সারাদেশ, সিলেট |
54 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।