এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর শাহবাগ ও দক্ষিণ কেরাণীগঞ্জ পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে প্যাথিডিন ও বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তাদের নিকট থেকে ২৪ পিস প্যাথিডিনও ৮৭ ক্যান বিয়ার ও নগদ ১৯ হাজার ৪৮০ টাকা ৩ টি মোবাইল ফোন উদ্ধার মুলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – ইসমাইল হোসেন (৩২), মোঃ বাঁধন সরদার (৪৮) ও মোঃ রহিম চৌকিদার (২৮)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টা রাজধানীর শাহবাগ থানার ১৫ নং আব্দুল গনি রোডের নগর গনপুর্ত বিভাগ ও বিকেল সাড়ে ৫ টায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর শাহবাগ থানার ১৫ নং আব্দুল গনি রোডের নগর গনপুর্ত বিভাগ এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস প্যাথিডিনসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।র্যাব জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৩২)।এসময় তার নিকট থেকে নগদ- ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, র্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব আজ বুধবার আরও জানান, র্যাব-১০ এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে একটি অভিযান চালিয়ে ৮৭ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – মোঃ বাঁধন সরদার (৪৮) ও মোঃ রহিম চৌকিদার (২৮)।
এসময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইল ফোন ও নগদ টাকা- ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর শাহবাগ ও দক্ষিন কেরাণীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ আসছিল।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।