এস, এম, মনির হোসেন জীবনঃরাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বর বাউনিয়া বেরিবাধ এলাকায় একটি মাকে’টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় আগুনে ৬ টি দোকান ভস্মীভূত হয়েছে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আজ বুধবার দুপুর ২ টা ৪ মিনিটের সময় ওই লাগা আগুন নিবা’পন করে দমকল বাহিনী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লীমা খানুম আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার দুপুর ১২ টা ১৪ মিনিটের সময় রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ বাউনিয়া বেরিবাধ এলাকায় একটি মাকে’টে অগ্নিকান্ডের সূএপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর থেকে তিনটি ইউনিট আজ দুপুর ১২ টা ২৪ মিনিটের সময় দু্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে দমকল বাহিনীর সদস্যরা ১২ টা ৪৫ মিনিটের সময় ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দুপুর ২ টা ৪ মিনিটের সময় ওই আগুন সম্পূর্ণ নিবা’পন করে দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের এ কম’কতা’ আরও জানান, অগ্নিকান্ডের কারনে ৬ টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়েছে। তার মধ্যে কাঠের দোকান, ঝাড়ুর গোডাউন,ভাংগারি দোকান ও কাঁচা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৈদুতিক গোলযোগ কিংবা সিগারেটের ফেলা আগুন থেকে অগ্নিকান্ডের সূএপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লীমা খানুম জানান, তবে, আগুনের সূত্রপাত এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
মিরপুরের বাউনিয়া বেরিবাধে আগুনে ৬ টি দোকান ভস্মীভূত
ক্রাইম নিউজ ঢাকা
June, 2, 2021, 6:43 pm
অন্যান্য, এক্সক্লুসিভ, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
131 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।