নুরুল আলম,টেকনাফঃসোমবার, ৩১ মে, ২০২১ প্রকাশিত কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা পিকআপ গাড়ীতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ হ্নীলা ইউনিয়ন দক্ষিণ আলীখালীর সেলিম নামে এক চালককে আটক করেছে। এসময় তার সহযোগী হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মোহাম্মদ মোরশেদ পালিয়ে যায়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন, কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। ৩১ মে রাত ১০ দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানাই রবিবার ৩০ মে বারটার দিকে র্যাব-১৫ এর চৌকস দল নিয়ে মাদক বহনের গোপন সংবাদ পেয়ে উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। ইয়াবাাসহ পিকাপের ড্রাইভার কে আটক করেছে এসময় টেকনাফ হইতে আসা কক্সবাজারগামী একটি পিকআপ চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা তল্লাশি করতে চাইলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পিকআপ চালক হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলী খালীর মৃত ফরিদ আলমের ছেলে মোহাম্মদ সেলিম (২৪) কে আটক করে। এসম সহযোগী হেলাপার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. মোরশেদ (২৮) পালিয়ে যায়। পরে আটক চালকের স্বীকারোক্তিমতে সিটের নিচে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৭ হাজার ৯৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। এবং তাকে জিজ্ঞাসা বাদ করার জন্য ব্যাটালিয়ে রাখা হয়েছে ও মাদকের গডফাদার এখন পর্যন্ত পাওয়া যায় নেই তিনি আরও জানান, এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এজাহার করে পর জব্দকৃত ইয়াবা ও পিকআপ গাড়িসহ আটক চালককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ও মাদকের গডফাদারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে ও অভিযাব অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
টেকনাফে মাদক বিরোধী অভিযানে চালিয়ে পিকাপসহ ৭৯৫০ ইয়াবা জব্দ , চালক আটক
ক্রাইম নিউজ ঢাকা
June, 1, 2021, 5:11 am
অন্যান্য, অপরাধ, আইন-আদালত, এক্সক্লুসিভ, কক্সবাজার, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, বিভাগীয় খবর, সারাদেশ |
105 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।